Car Seat Belt । সিট বেল্ট পড়া না থাকলে কি এয়ার ব্যাগ বের হবে?

CarHub BD
3 Min Read
  • প্রথমতো সিটবেল্ট পড়বেন (যদিও ড্রাইভার সিটে seatbelt পড়া না থাকলেও airbag ডিপ্লোয় হবে) তারপরেও এটা আপনার সেফটির জন্য কারণ সিটবেল্ট না থাকলে শরীরের নিচের অংশ ছুটে যাবে।
  • আরেকটা ব্যাপার হলো এই mems সেন্সরটা যেন ঠিকমতো কাজ করে সেটা নিশ্চিত করা। অনেকসময় আমরা বাম্পার লাগিয়ে সেন্সরের accuracy রেট কমিয়ে দেই।
  • থার্ড ব্যাপার বাচ্চাকে কখনোই সামনের সিটে বসাবেন না। উপরে একটা জায়গায় বলেছি গাড়ি seat occupancy ডাটা নেয়, এটা হলো সিটের উপর কতো কেজি ওজন আছে এটার ডাটা। অনেকসময় বাচ্চা হালকা হওয়ায় গাড়ি আবার মনে করতে পারে ওই সিটে কেউ নেই, তাই বাচ্চাকে সবসময় পেছনেই বসানোর নিয়ম।



Airbag নিয়ে বিশাল একটা লিখা লিখে ফেললাম, আশাকরি পুরো লিখাটা বুঝেছেন ঠিকমত। আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, এক্সপ্লেইন করার চেষ্টা করবো।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PODCAST

PHOTOS

VIDEOS

CARHUB.com

part of

Bangladesh

Theme

Light

Dark

Auto

Light

Dark

Auto