সিটবেল্ট পড়া না থাকলে কি airbag বের হবে? বাম্পার থাকলে কি হবেনা? চলুন দেখি গাড়ির Car Airbag কিভাবে কাজ করে
Car Airbag
গাড়ির airbag এক আশ্চর্য জিনিস! এটার মেকানিজম জানলে আপনি অবাক হবেন। কমার্শিয়াল ইউজের প্রথম 3 পয়েন্ট Airbag নিয়ে আসে কিন্তু Volvo, পরে ভলভো সেটাকে পেটেন্ট ফ্রী করে দেয় যেটা ইন্ডাস্ট্রির প্রতি তাদের বিশাল এক অবদান। ওই জায়গায় apple হলে পেটেন্ট করে সবার থেকে টাকা নিতো আর গাড়ি ম্যানুফ্যাকচারিং খরচ বাড়াতো।
Modern Car Airbag
যাইহোক আমরা মডার্ন airbag কিভাবে কাজ করে এটা একটু বুঝি। Airbag এর কাজ অ্যাকসিডেন্ট হলে আপনার মাথা যেন স্টিয়ারিং হুইল বা ড্যাশবোর্ড এ বাড়ি না খায় সেটা নিশ্চিত করা। প্রথমত guanidine nitrate নামের একটা গ্যাস ইউজ করা হয় airbag ফুলানোর জন্যে। আগের দিনে airbag কাজ করতো গাড়ির deceleration এর উপর ডিপেন্ড করে অর্থাৎ গাড়ি বুঝতো যখন স্পীড হঠাৎ করে অনেক কমে যাবে তখন অ্যাকসিডেন্টাল মোমেন্ট, তখন airbag ডিপ্লয় করে দিত। এই সিস্টেমে সমস্যা ছিলো গাড়ি কোনোকারণে ইমার্জেন্সী ব্রেক করলে airbag বের হয়ে যেতো, বা বড় কোন pothole পড়লে airbag বের করে দিতো। এখন আর ওই প্রবলেম নেই এখন mems সেন্সর ইউজ করা হয়, mems সেন্সর ভেতরে থাকা কম্পোনেন্ট গুলোর মুভমেন্ট দেখে বুঝতে পারে কোনটা অ্যাকচুয়াল অ্যাকসিডেন্ট।
ধরা যাক আপনি একটা হিট করলেন, mems সেন্সর সাথে সাথে ecu তে সিগনাল পাঠাবে যে airbag diploy করতে হবে। শুধু সেন্সর ডাটা না ecu গাড়ির wheel speed সেন্সর, gyroscope সেন্সর, Brake Pressure সেন্সর, Seat Accupency সেন্সর থেকেও ডাটা কালেক্ট করে নিশ্চিত হয় যে এটা একটা অ্যাকসিডেন্ট ই। তখন 320kmh স্পীডে airbag এ নাইট্রেট গ্যাস ছুটে! জাস্ট 20/30 মিলিসেকেন্ড এ পুরো airbag ভর্তি হয়ে যায় এবং 100 millisecond পর্যন্ত airbag ফোলানো অবস্থায় থাকে, ফলে আপনি স্টিয়ারিং হুুঁইলে বাড়ি না খেয়ে নরম airbag এ খান। Airbag গুলো বেশ বড় হয় যেন আপনার মাথা এবং গলার দিকের অংশগুলো পুরো কাভার হয়।
আচ্ছা আপনি কি জানেন airbag গ্যাসগুলো আবার বের ও করে দেয়? ইয়েস আপনি airbag এ মাথা হিট করার পরেই airbag আবার স্লোলি বাতাস ছেড়ে দেয় যেন আপনি আরামসে মাথা ল্যান্ড করাতে পারেন। যাইহোক airbag নিয়ে দুই একটা বিষয় মাথায় রাখবেন,
- প্রথমতো সিটবেল্ট পড়বেন (যদিও ড্রাইভার সিটে seatbelt পড়া না থাকলেও airbag ডিপ্লোয় হবে) তারপরেও এটা আপনার সেফটির জন্য কারণ সিটবেল্ট না থাকলে শরীরের নিচের অংশ ছুটে যাবে।
- আরেকটা ব্যাপার হলো এই mems সেন্সরটা যেন ঠিকমতো কাজ করে সেটা নিশ্চিত করা। অনেকসময় আমরা বাম্পার লাগিয়ে সেন্সরের accuracy রেট কমিয়ে দেই।
- থার্ড ব্যাপার বাচ্চাকে কখনোই সামনের সিটে বসাবেন না। উপরে একটা জায়গায় বলেছি গাড়ি seat occupancy ডাটা নেয়, এটা হলো সিটের উপর কতো কেজি ওজন আছে এটার ডাটা। অনেকসময় বাচ্চা হালকা হওয়ায় গাড়ি আবার মনে করতে পারে ওই সিটে কেউ নেই, তাই বাচ্চাকে সবসময় পেছনেই বসানোর নিয়ম।
Airbag নিয়ে বিশাল একটা লিখা লিখে ফেললাম, আশাকরি পুরো লিখাটা বুঝেছেন ঠিকমত। আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, এক্সপ্লেইন করার চেষ্টা করবো।