বর্ষাকাল অলরেডি চলে এসেছে; সবাই এখন Water Repellent খুঁজছে! তার আগে শর্ট করে ওয়াটার রিপিলেন্ট কি বলে নেই –
এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা হাইড্রোফোবিক কোটিং করে গ্লাসের উপর। সোজা কথায় অনেকটা কচু পাতার উপর পানি পড়ার মতো ব্যাপার। গাড়িতে যেটা হয় যখন বৃষ্টি হয় বা কোনকারণে গ্লাসের উপর পানি পরে তখন সেটা লাফ দিয়ে নিচে পড়ে যায়। ফলে ভালোই ভিজিবিলিটি থাকে, অনেক দূর পর্যন্ত ক্লিয়ার বোঝা যায়, ওয়াইপার ইউজ করা লাগেনা। বৃষ্টি যতো স্পিডে পড়বে আপনি ততো ক্লিয়ার দেখবেন।
স্পেশালি যখন প্রচণ্ড ঝড় হয়; ওয়াইপার দিয়েও কোন কাজ হয়না তখন গ্লাসে Water Repellent থাকলে আরামসে আপনি গাড়ি চালিয়ে যেতে পারবেন। যেখানে অন্যান্য ড্রাইভারদের স্টাক হয়ে বসে থাকা ছাড়া আর কোন উপায় থাকেনা। ফলে এটা আপনাকে rain driving এ শুধু পেইন রিলিফই দেয় না, সেফটি ও দেয়।
Some Good Brands –
যাইহোক এবার প্রথম প্রশ্নের আনসার করা যাক, উত্তরটা হচ্ছে বেশ কিছু কম্পানি আছে যারা ভালো ওয়াটার রিপিলেন্ট বানায়। যেমন RainX, Meguiars, Soft99, Turtle, ArmorAll, Sonax etc.
এরমধ্যে RainX টপে, একটা আমেরিকান কোম্পানি যেটা 1972 সালের দিকে শুরু হয়েছে। এদেরকে ওয়াটার রিপিলেন্ট জিনিসটার জনক বলতে পারেন। এদের Water Repellent এত হিট যে কোম্পানির নামই হয়েছে rainX, যদিও এখন তাদের ওয়াইড রেঞ্জ প্রোডাক্ট আছে তবে Water Repellent মার্কেটে এখনো ওরাই সেরা। RainX ট্রাই করতে পারেন প্রপার অ্যাপ্লাই করলে খুবই ভালো কাজ করে।