রিকসা লাগিয়ে দিয়েছে বা বডিতে স্ক্রাচ পরে গেছে, পেইন্ট করাতে হবে। বা কালার নষ্ট হয়ে গেছে আবার রি-পেইন্ট করতে হবে। আমাদেরকে জীবনের কোন না সময় এই পেইন্ট এর মধ্যে দিয়েই যেতে হয়। তাই আজকে এই বিষয়ে কিছু প্রি কশান নিয়ে আলোচনা করবে কারহাব।
দরকারি স্টিকার তুলে ফেলবেন নাঃ
অনেকসময় গ্যারেজের এক্সপার্ট আপনার ডোরের দরকারি যেসব স্টিকার আছে যেমন টায়ার প্রেশার, রিকল স্টিকার ইত্যাদি স্টিকার তুলে ফেলতে চাইবে। তুলতে দিবেন না। কারন এগুলোতে অনেক দরকারি ইনফো থাকে যা লোকাল গ্যারেজ বোঝে না।
প্রথমে প্রাইমারঃ
অবশ্যই আগে প্রাইমার দিয়ে শুরু করতে হবে। প্রাইমার মানে প্রাইমারি কোট, যেটা দিয়ে পেইন্ট জব শুরু করা হয়। দেশি মিস্ত্রিরা অনেকসময় স্প্রে করে শুকিয়ে ওটার উপর পেইন্ট করে দেয়। এবং প্রাইমার ইউজ করার পর ভালোমতো শুকানোর টাইম দিতে হবে। এরপর অন্যান্য কোটিং গুলো করতে হবে।
পেইন্ট বুথঃ
Dust Proof বুথ যাদের আছে তাদের কাছ থেকে কাজ করানোর ট্রাই করবেন। কারণ পেইন্ট করার সময় একটাও ময়লা পড়ুক এটা কেউ চাই না! এবং খেয়াল করবেন পেইন্টের উপর যেন কোন ওয়েব বা ঢেউ না হয়। হলে ওটা আগে ফিক্স করে নিতে হবে। একটা প্লেইন পেইন্ট যে কি সুন্দর লাগে বলে বোঝানো যাবেনা!
নিজের খেয়াল রাখতে হবেঃ
সবশেষ কাজ নিজে দাড়িয়ে করবেন। আগে থেকেই কথা বলে নিবেন এই এই ব্যাপারগুলো যদি আমার কথামত না হয় আমি টাকা দিবো না। এবং চেষ্টা করবেন ভালো কালার ইউজ করতে। যেখান থেকে কাজ করবেন তারা প্রফেশনাল হলে খুব ভালো হয় কারণ ঠিকমতো পেইন্ট করা একটা আর্ট।