CarHub BD

Bentley VS Rolls Royce । কে এগিয়ে?

bently vs rolls royce. which is best

Bentley Vs Rolls Royce –

  • প্রথম পার্থক্য আসে ড্রাইভিং ডাইনামিক্স এ। Bentley সাধারণত একটু স্পোর্টি পারফরমান্স ড্রাইভিং এক্সপেরিয়েন্স দেয় যেটা আবার Rolls Royce এর সাথে যায় না; তারা পিউর কোয়াইট লাক্সারি রাইড দিতে চায়।
  • Bentley আবার অনেক Motorspors এবং রেসিং হেরিটেজ আছে। যেমন তারা 24 Hour La Mans এ পার্টিসিপেট করতো। এগেইন ঘুরে ফিরে সেই পারফরমান্স এর দিকেই যাচ্ছে। Rolls Royce এসবে নেই, ওরা সারাজীবন ট্রাই করেছে কিভাবে লাক্সারি বাড়ানো যায়!

  • দুইটা ব্রান্ডই প্রচুর কাস্টমাইজেশন অফার করে ওদের গাড়ি গুলোতে। সিট থেকে শুরু করে কালার, ইন্টেরিরর, বিভিন্ন অপশন, কাস্টমাইজ নাম এমনকি সুতা পর্যন্ত প্রচুর অপশন থাকে। এগুলো করতে করতে অনেকসময় গাড়ির দামের থেকে কাস্টমাইজেশনের দাম বেশি হয়ে যায়!

  • Bentley সাধারণত একটু ইয়াং তরুন যেসব বিলিওনেয়ার মিলিওনেয়ার আছে তারা বেশি কিনতে দেখা যায়; অন্যদিকে Rolls Royce দেখা যায় একটু বয়স্ক ম্যাচিউর যারা আছে তারা বেশি প্রেফার করে। আপনি দুইটা গাড়ির ডিজাইন ল্যাংগুয়েজ দেখলেও বুঝবেন Bentley একটু মডার্ন লুক মেনটেন করে অন্যদিকে Rolls Royce সেই ক্লাসিক লুকেই থাকে।

  • আরেকটা পার্থক্য আসে দামের দিক দিয়ে, যদিও দুইটাই খুব এক্সপেনসিভ গাড়ি বাট স্টিল Bentley কিছুটা কম প্রাইসে Rolls Royce থেকে।

Share this content

Popular Now

car import duty, car import tax in bangladesh.
Car Import Tax in Bangladesh । জেনে নিন বাংলাদেশে গাড়ি আমদানির ট্যাক্স বা ডিউটি কত
Read More
nissan gt-r
জেনে নিন বাংলাদেশে Nissan GT-R এর দাম
Read More
432999000_872044041391887_8736443645435344034_n
যারা হাইব্রিড গাড়ি কেনার কথা ভাবছেন তাদের মনের কিছু প্রশ্নের উত্তর
Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top