প্রথমেই এই গাড়িটা নিয় একটু না বললেই হয় না। স্পোর্টস গাড়ির দুনিয়ায় Nissan GTR একটা আলাদা নাম। পুরো ওয়ার্ল্ড জুড়ে এটার আলাদা একটা নাম আছে। তবে GT-R বলতে আমরা যেটা চিনি সেটা হচ্ছে এর R35 ভার্শন। যেটা ২০০৯ থেকে অলমোস্ট একই ডিজাইন ল্যাঙ্গুয়েজে এখনো আছে।
স্টিল আপনি 2023 এর Brand New Nissan G-TR পাবেন। যাইহোক তবে আমরা সবগুলো মডেল ইমপোর্ট করতে পারবো না, আমরা পারবো
- 2024 Model
- 2023 Model
- 2022 Model
- 2021 Model
- 2020 Model
এর বেশি যেতে পারবেন না। লাস্ট ২০২০ মডেলের পর্যন্ত আনা যাবে। আমারা এখানে জাপানিজ মার্কেটের JDM GT-R গুলোর কথা বলছি।
যাইহোক প্রাইস আপনি ধরতে পারেন ৫ কোটি টাকার আশেপাশে ২০২০ মডেলের জন্য। এটা ফিক্সড প্রাইস না, ডলার রেট, পোর্ট ডিউটি এবং মডেলের উপর ডিপেন্ড করে দাম কমবেশি হবে।