আপনারা জানেন জাপান প্রচুর গাড়ি এক্সপোর্ট করে প্রতি বছর। তাদের গাড়ির বিজনেস তাদের ইকোনমির বড় একটা পার্ট। বাংলাদেশেও অনেক গাড়ি আসে জাপান থেকে ব্রান্ড নিউ এবং রিকন্ডিশান মিলিয়ে। চলুন আমরা গত ফেব্রুয়ারির ডাটাটা দেখি কোন দেশে কতগুলো এক্সপোর্ট করেছে।
UAE 19,647 Units
Russia 12,702 Units
Mongolia 7,672 Units
Tanzania 7,588 Units
New Zealand 7,151 Units
Kenya 6,610 Units
Chile 5,570 Units
Uganda 4,189 Units
Bangladesh 3,583 Units
UK 2,935 Units
Pakistan 2,909 Units
- এছাড়া আর অনেকে কান্ট্রি…
এটা জাস্ট এক মাসের হিসেবে। ফুল কোয়ার্টার বা ইয়ারের হিসেবে করলে জাপান প্রচুর প্রচুর গাড়ি এক্সপোর্ট করে। তাদের গাড়িগুলো সব দেশেই জনপ্রিয়, বাংলাদেশেও JDM গাড়ির প্রচুর ক্রেজ আছে। আমাদের লাস্ট ৫ বছর আগের গাড়ি ইমপোর্ট করতে পারবে এই রুলটা তুলে দিলে আরো প্রচুর আইকনিক JDM গাড়ি আসবে দেশে।