আপনারা যারা জাপান থেকে নিজের গাড়ি ইমপোর্ট করিয়ে এনেছেন মোটামোটি সবাই গাড়ি হাতে পাওয়ার পর হয় হয় চাবি একটা পেয়েছেন একটা বা দুইটা। আসলে কয়টা চাবি অকশন হাউজ দেয়? এটা নিয়ে আমাদের মধ্যে ভালো কনফিউশান আছে। আজকে Carhub BD আপনাদের সেই কনফিউশান দূর করে দিবে।
চলুন আগে বোঝা যাক: অকশন হাউজে যখন গাড়িটা গাড়ির ওনার তার গাড়িটা সাবমিট করে তখন মূলত ডিসাইড হয় চাবি কি একটা হবে নাকি দুইটা। সে ১টা দিলে আপনি একটা পাবেন, ২টা হলে দুইটা। এটা আপনি অকশন হাউজ যে ছবি গুলো দেয় সে ছবিগুলো দেখলে বুঝবেন, অনেকসময় সেখানে চাবি কয়টা আছে সেটার ছবি থাকে। বা অকশন শিটেও লিখা থাকে। এটা Recondition Car এর ক্ষেত্রে, যদি Brand New Car ইমপোর্ট করেন তাহলে অবশ্যই দুইটা রিমোট পাবেন।
Recon Car এর ক্ষেত্রে চাবি যদি দুইটা থাকে তাহলে একটা গাড়ির সাথে চলে আসে। আরেকটা গাড়ির সাথে সেটা আসেনা সিকিউরিটি রিজনে, চুরি হয়ে যায় পোর্ট থেকে। যখন ৫-১০ টা চাবি জমে যায় তখন এক্সপোর্টার তখন DHL এ করে আপনার ইম্পোর্টার বা শো রুমে পাঠিয়ে দেয়। এক্ষেত্রে চাবি পেতে ১-২ মাসের মতো টাইম লাগে। অনেকসময় চাবির সাথে গাড়ির প্লেয়ারের নেভিগেশন, মেমোরি কার্ড ও পাঠিয়ে দেয় যদি থাকে। আপনি যদি একটাই চাবি পান অর্থাৎ আপনার গাড়ির সাথে অকশন থেকেই একটাই চাবি এসেছে সেক্ষেত্রে আপনার একটা এক্সট্রা বানিয়ে নিতে হবে ৬-৭ হাজার টাকার মতো খরচ হতে পারে।