ধরুন আপনার গাড়ি কেনার বাজেট ২০-৩০ লাখ টাকার রেঞ্জের মধ্যে। আপনার হাতে কি কি অপশন আছে? আপনার হাতে আসলে বেশ কিছু অপশন আছে তবে আজকে আমরা বাংলাদেশের এই রেঞ্জে জনপ্রিয় কিছু গাড়ি নিয়ে কথা বলবো।
1: TOYOTA FIELDER (Best Overall)
কোন সন্দেহ নেই Toyota Fielder এই বাজেটের মধ্যে বেষ্ট গাড়িগুলোর একটা। এটা এই লিস্টের মোস্ট প্র্যাক্টিক্যাল গারিগুলোর মধ্যেও একটা। পুরো ফ্যামিলি মেম্বার সহ ঘুরতে পারবেন, লাগেজ অনেক? কোন চিন্তা নেই এই গাড়িতে ধরে যাবে। আপনি যদি ওয়াগন টাইপ গাড়ি পছন্দ করেন তাহলে ফিল্ডার মাস্ট দেখার মতো একটা গাড়ি।
2: Honda Grace (Fun Driving)
আরেকটা গাড়ি HONDA থেকে, এটার নাম Honda Grace । এটা এখন বাংলাদেশে এমনকি বড় বড় সব শহরেই আপনি দেখবেন। দেখতে ইউনিক অন্যান্য গারিগুলোর তুলনায় আবার এটা ড্রাইভ করেও অনেক ফান।
3: TOYOTA PRIUS (Most Economical)
লিস্টের ৩ নাম্বার গাড়িটা Toyota Prius । এই লিস্টে প্রিয়াসের নাম আসবেনা এটা অসম্ভব। টয়োটার অসম্ভব জনপ্রিয় এই গাড়িটা যেমন আপনাকে মডার্ন লুক দিবে একইসাথে ঢাকা সিটির মধ্যেই প্রতি লিটারে ১৫ কিলো+ প্লাস মাইলেজ দিবে। আর কি লাগে
4: TOYOTA PRIUS Alpha (7 Seater)
এটাও Prius ফ্যামিলির আরেকটা গাড়ি; নাম Prius Alpha । এটার স্পেশালিটি হচ্ছে এটা ৭ সিটের গাড়ি। আগেই বলেছি Prius গারিগুলো খুবই ইকোনমিক হয় তেল কম খায়। এটা সেভেন সিটার হওয়ার পরেও আপনাকে সিটির মধ্যে ১৪-১৫ কিলো মাইলেজ দিবে। চাইলে GS কিটটা লাগিয়ে নিতে পারেন খুব সুন্দর দেখায়।
5: Mazda Axela (Most beautiful & luxury)
এতক্ষন যেসব গাড়ি নিয়ে আমরা কথা বললাম সেগুলোরমধ্যে সবথেকে বিউটিফুল লুকিং এবং সবথেকে লাক্সারিয়াস গাড়ি হবে এই Mazda Axela । এটার ডিজাইন দেখলে, ভেতরের ইন্টেরিওর দেখলে, চালিয়ে দেখলে আপনার অন্যান্য গাড়ি ভালো লাগবেনা। এই বাজেটে অন্যতম একটা আই ক্যাচিং গাড়ি।
এই ছিল আমাদের ২০-৩০ লাখ টাকা বাজেটের মধ্যে কিছু গাড়ির লিস্ট। এর বাইরেও আর অনেক গাড়ি আছে তবে আমারা চেষ্টা করেছি সব সেগমেন্ট থেকে একটা করে পিক করার।