Black মানেই অন্যরকম একটা ব্যাপার সেপার। Black যে কোন কিছুই সুন্দর, প্রিমিয়াম। ব্ল্যাক কালারের মধ্যে মাফিয়া মাফিয়া একটা ভাব আছে বলেও অনেকে মনে করে! আর গাড়ির জগতেও ব্ল্যাক কম পপুলার না, বিশেষ করে ব্ল্যাক g class এর কথা বলতেই হবে। যাইহোক আমাদের দেশেও অনেকে অন্য যে কোন কালার থেকে ব্ল্যাক বেশি পছন্দ করে। তবে ব্ল্যাক কালারের কিছু সমস্যা আছে যেমন –
- যে কয়টা কালার ধুলা ময়লা ম্যাগনেট তার মধ্যে Black ও একটা। যাদের ব্ল্যাক গাড়ি আছে তারা ডেফিনেটলি খেয়াল করবেন একটু বেশি ধুলো ময়লা হয়। আর এগুলা নিয়মিত ক্লিন রাখাও খুব টাফ জব।
- সেকেন্ড সমস্যাটা হচ্ছে কালো গাড়িতে স্ক্র্যাচ পড়লে সেটা অন্য যে কোন কালার থেকে বেশি দেখা যায়। যেমন সিলভার বা হোয়াইট হলে ছোটখাটো স্ক্র্যাচ তেমন বোঝা যায় না, কিন্তু কালো গাড়ি হলে দুর থেকেও বোঝা যায়।
- আপনারা জানেন নাকি জানিনা, ব্ল্যাক কালার হিট খুব ভালোভাবে টেনে নেয়। ফলে সরাসরি সূর্যের নিচে রাখলে ভেতরের কেবিন অতিরিক্ত গরম হয়ে যায়। আর ব্ল্যাক এমন একটা কালার যেটা ফেড হয়ে গেলে অন্য যে কোন গাড়ি থেকে বেশি চোখে পড়ে।
- কালারের জন্য গাড়ির সেফটি ইস্যু হবে এটা ভাবা যায়! কিন্তু সত্যি, গবেষণায় দেখা গেছে কালো গাড়ি অন্য কালারের গাড়ি থেকে বেশি অ্যাকসিডেন্ট প্রোন এবং রাতের বেলা অন্যান্য গাড়ি থেকে 48% পর্যন্ত বেশি অ্যাকসিডেন্টাল
তো আপনি যদি ব্ল্যাক কালার গাড়ি কেনেন আপনাকে কিন্তু এই প্রবলেম গুলো ফেস করতে হবে।