CarHub BD

একনজরে বাংলাদেশে Car Parts & Accessories মার্কেটের সবকিছু…

আমাদের দেশে গাড়ির মার্কেট আস্তে আস্তে বড় হচ্ছে, দিন দিন গাড়ি ইউজারদের সংখ্যাটাও বাড়ছে। বাংলাদেশে এখন প্রতিদিন ১০০+ নতুন গাড়ি রেজিস্ট্রেশান হয়।

গাড়ির সংখ্যা বাড়ার পাশাপাশি গাড়ির পার্টস এবং এক্সেসরিজের মার্কেট ও বড় হচ্ছে। চলুন আমরা আজকে এই ইন্ডাস্ট্রির কিছু ইনসাইট দেখে আসি…



  • দেশে প্রায় ১০০০ এর মতো দোকান রয়েছে যারা গাড়ির পার্টস এবং এক্সেসরিজ ব্যাবসার সাথে জড়িত।

  • টোটাল মার্কেট সাইজ ২০,০০০ – ২৫,০০০ কোটি টাকার মতো। বলা যায় দেশের অন্যতম বড় একটা সেক্টর এটা।

  • প্রতি বছর এভারেজে ১৪০০ – ১৫০০ কোটি টাকার মালামাল ইমপোর্ট হয়। তবে গত ২০২৩ সালে সেটা কিছুটা কমে ১০০০ কোটি টাকার আশেপাশে অবস্থান করছে বর্তমানে।

  • যেহেতু এটা পুরোপুরি ইমপোর্ট বেইসড তবুও বেশ কিছু প্রোডাক্ট দেশে বানানো হয় যেমন স্টিল বাম্পার, সিট কাভার, স্টিয়ারিং কাভার এরকম কিছু প্রোডাক্ট।

  • গত ১০ বছর আগেও জাস্ট ৫০০ কোটি টাকা বছরে টার্নওভার ছিল, ১০ বছর পর বর্তমানে সেটা ডাবল হয়ে গেছে। এবং আশা করা যাচ্ছে সামনে সেটা আর বাড়বে।

  • টোটাল যত গুলো পার্টস আমদামি হয় তার ৮০% ই হয় Toyota গাড়ির জন্য। বাকি ২০% থাকে অন্যান্য ব্রান্ডের গাড়ির জন্য।


এই ছিল এই মার্কেট নিয়ে অল্প কিছু ইনসাইট, এই মার্কেট নিয়ে সামনে আর ডিটেল ডাটা আসবে। নতুন নতুন ইনফরমেশান জানার জন্য আমাদের ওয়েবসাইট রেগুলার ভিজিট করুন।

carhub bd

Share this content

Popular Now

nissan gt-r
জেনে নিন বাংলাদেশে Nissan GT-R এর দাম
Read More
car import duty, car import tax in bangladesh.
Car Import Tax in Bangladesh । জেনে নিন বাংলাদেশে গাড়ি আমদানির ট্যাক্স বা ডিউটি কত
Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top