Buying Honda Civic । প্রথম গাড়ি হিসেবে হোন্ডা সিভিক কেমন হবে?

CarHub BD
2 Min Read

প্রশ্নটা আমাদের ওয়েবসাইটের Q&A তেই করেছেন একজন। যাইহোক প্রথম গাড়ি তাই এটা থেকে আপনি কি কি এক্সপেক্ট করছেন, আপনার নিড কি সেটার উপর ডিপেন্ড করচ করছে আসলে এটা নেওয়া উচিৎ হবে কি হবেনা। যাইহোক আমি কিছু পয়েন্ট বলতে পারি এই বিষয়ে –

Civic এর হিস্টোরি কেমন?


সিভিক ১৯৭২ সাল থেকে মার্কেটে আছে এবং এখন এর ১১ তম জেনারেশন চলছে! সেই তখন থেকেই সিভিক হোন্ডার অন্যতম বেস্ট সেলিং গাড়ি এবং অন্যতম রিলায়েবল গাড়িও অবশ্যই। Accord এর মতো অনেক পুরনো মডেলই এখন ডিসকন্টনিউড কিন্তু সিভিক টিকে আছে! আপনি অবশ্যই প্রথম গাড়ি হিসেবে Civic 10th জেনারেশন নিতে পারেন। আমার যতদুর মনে হয় আপনি নিজের শখ থেকে এটা নিবেন এবং মোস্ট অফ দ্যা টাইম নিজেই চালাবেন।



বাংলাদেশের প্রেক্ষাপট –


আপনি পারফরম্যান্স চাইলে, স্পোর্টস রাইড চাইলে এই দামে আর তেমন গাড়ি নেই আমাদের দেশে GT86 ছাড়া, বাট ওটা আলাদা হিসাব। এই প্রাইসে 180hp এবং এগ্রেসিভ লুক অন্য কোন গাড়িতে নেই। ছোটখাটো কিছু সমস্যা আছে বাজে কোয়ালিটির তেল পরলে ইঞ্জিন নক দেয় (অনেকসময় অকটেন বুস্টার ইউজ করা লাগে), মাইলেজ একটু কম দেয়, আর সাসপেনশান কিছুটা শক্ত (যেটা স্পোর্টস কার হিসেবে ঠিক আছে)। পার্টস নিয়ে প্রবলেম নেই ঢাকা, চট্টগ্রামের মতো সিটিতে পাওয়া যায়।

ওভারঅল প্রথম গাড়ি হিসেবে নেওয়া যায় যদি নিজে চালান বা আপনার ইচ্ছা একটু স্পোর্টি রাইড করবেন, রাস্তাঘাটে আনকমন একটা গাড়ি নিয়ে বের হবেন। Than go for it…

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PODCAST

PHOTOS

VIDEOS

CARHUB.com

part of

Bangladesh

Theme

Light

Dark

Auto

Light

Dark

Auto