Should I buy Honda Civic 10th generation as first car?
জুবাইয়ের ভাই কেমন আছেন?
যেহেতু আপনার প্রথম গাড়ি তাই এটা থেকে আপনি কি কি এক্সপেক্ট করছেন, আপনার নিড কি এটা বুঝলে একটু ভালো হতো। যাইহোক আমি কিছু পয়েন্ট বলতে পারি এই বিষয়ে –
১। আপনি অবশ্যই প্রথম গাড়ি হিসেবে Civic 10th জেনারেশন নিতে পারেন। আমার জতদুর মনে হয় আপনি নিজের শখ থেকে এটা নিবেন এবং মোস্ট অফ দ্যা টাইম নিজেই চালাবেন। খুবই ভালো গাড়ি, হোন্ডার অনেক পুরনো লাইন আপের গাড়ি। হোন্ডার Accord এর মতো অনেক পুরনো মডেলই এখন ডিসকন্টনিউড কিন্তু সিভিক টিকে আছে!
২। আপনি পারফরম্যান্স চাইলে, স্পোর্টস রাইড চাইলে এই দামে আর তেমন গাড়ি নেই GT86 ছাড়া, বাট ওটা আলাদা হিসাব। এই প্রাইসে 180hp এবং এগ্রেসিভ লুক অন্য কোন গাড়িতে নেই। ছোটখাটো কিছু সমস্যা আছে বাজে কোয়ালিটির তেল পরলে ইঞ্জিন নক দেয়, মাইলেজ একটু কম দেয়, আর সাসপেনশান কিছুটা শক্ত (যেটা স্পোর্টস কার হিসেবে ঠিক আছে)। পার্টস নিয়ে প্রবলেম নেই ঢাকা, চট্টগ্রামের মতো সিটিতে পাওয়া যায়।
ওভারঅল প্রথম গাড়ি হিসেবে নেওয়া যায় যদি নিজে চালান বা আপনার ইচ্ছা একটু স্পোর্টি রাইড করবেন, রাস্তাঘাটে আনকমন একটা গাড়ি নিয়ে বের হবেন। Than go for it…